কিছু গুরত্তপূর্ণ তথ্য
আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই টপিক নিয়ে আর কেউ কথা বলেছে কিনা জানিনা কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্পরটেন্ট লেগেছে।
আমরা যারা রেগুলার অনেক মেকআপ করি দেখা যায় আলসেমির জন্য ঠিকমতো তুলিনা অথবা পরবর্তি যত্ন করিনা। দিনের পর দিন হিটিং টুলস ইউস দেন অনেক বেশি ক্যামিকাল আমাদের চুল আর স্কিনে এমন ডেমেজ করে যে রিপেয়ার করা কষ্ট হয়ে যায়৷ তারপর লেন্স অতিরিক্ত পড়ে চোখ সেন্সিটিভ করে ফেলি।
প্রথমেই চুলের ব্যাপারটা বলবো। আমাদের ইনফ্লুয়েন্সারদের চুল কালার করা হয়। দেখা যায় যেদিন চুলে ব্লোড্রাই করছি/ স্ট্রেইট করছি ওইদিন চুল সুন্দর লাগে তাই এভাবেই রেখে দেই। রেজাল্ট হলো ফ্রাই করা পাকোড়া যেমন গরম গরম মচমচা লাগে পোতায় গেলে পরের দিন কেমন দেখা যায় তেমন। ওমা আমিতো হিট প্রটেকশন ইউস করি। হ্যা এইটা চুল কিছুটা ভালো রাখে বাট আপনাকে ওইদিন রাতে চুল 40% ভেজা অবস্থায় ভালোমতো হট ওয়েল মাসাজ করতে হবে। স্প্রে বোটল ইউস করবেন চুল ভেজাতে৷ ঠান্ডার সমস্যা থাকলে 2 ঘন্টা পরে ধুয়ে ফেলবেন। পারলে স্টিম নিবেন। আমি সারারাত রাখি। পরের দিন আমি নারকেলের দুধ (homemade/canned) দেই 30মিনিট রেখে স্যাম্পু কন্ডিশনার দেই। ডিপ কন্ডিশনার দেই। রেগুলার না পারলেও 2বার সপ্তাহে চেষ্টা করবেন। ট্রাই টু ইউস সালফেট ফ্রি শ্যাম্পু। Amlaki ল্যাভেন্ডার শ্যাম্পু আমার ফেভারিট।
আপনারা আমার এই মাস্কটাও ট্রাই করতে পারেন।
????????????
https://www.facebook.com/makeupminuteNS/videos/643295773172693/
আসুন লেন্স নিয়ে কথা বলি। লাইভ শেষ করে কখনই ওই ময়লা হাতে লেন্স খুলবেন না। আপনি সব ব্যাকটেরিয়া চোখে দিলেন তাহলে। দেন বেশি লেন্স ব্যবহারে চুলকায় চোখ। অনেকের conjunctiva irritation(Google) হয়। চোখ খচখচ লাগা/ সাদা সাদা ডট দেখা যায় চোখের সাদা অংশে। রেগুলার চোখে কোল্ড কম্প্রেস দিবেন। আর অলওয়েজ আর্টিফিশিয়াল টিয়ার্স পাওয়া যায় (রিফ্রেশ টিয়ার্স) ফার্মাসিতে পাবেন।
আসেন স্কিনে আসি। ব্রাশ ক্লিন না করলে স্কিনের ক্ষতি হবেই। যাই হোক। আমি ডাবল ক্লিনজিং করে (watch my Video????https://www.facebook.com/makeupminuteNS/videos/822790494791202/ ) মুখে স্টিম নেই মাস্ট। যেন আমার পোরস ওপেন হয়ে সব ময়লা বের হয়ে আসে। ব্রিদিং এর পাশাপাশি স্কিনের একনে প্রবনতা কমায় আনে। দেন আমি ঠান্ডা পানি দেই। এরপর আমি ক্লে বেসড মাস্ক দেই যদি ডিপ ক্লিনিং চাই I’m from volcanic মাস্ক (Skinnora) আমার পছন্দ৷ কিছুই না থাকলে ওটস পানি / দূধ দিয়ে গুলে ওইটা সুদিং মাস্ক হিসেবে ইউস করবেন (সেন্সিটিভ স্কিন/ ড্রাই স্কিনের জন্য বেস্ট এটা)।
যেদিন মেকআপ করি আমি স্কিন রিপেয়ার কে ফোকাস করি। তাই ওইদিন আমার টানার থাকে miss ashley toner (skinnora)। টোনার দিয়ে আমি অবশ্যই সিট মাস্ক দেই (read my article here on sheet mask ????????????
https://m.facebook.com/story.php?story_fbid=2503925446526141&id=1375969272655103)
সিট মাস্ক যেহেতু ধুইনা তাই এর পরে আমি সুদিং moisturizer দেই মাস্ট। যেন স্কিনে যেই অত্যাচার করেছি তা রিপেয়ার করে। bioderma cicabio pomade best (skinnora তে available)
ওয়েট টিসু দিয়ে অনেকে চোখের মাকাপ এত জোরে তুলেন যে চোখ জলে। কুচকে যায় আই এরিয়া। আমি চোখে ঠান্ডা পানি দেই দেন ভ্যাজলিন। ওইদিন আর আইক্রিম দেইনা। দিলেও এর পরে ভ্যাজলিন দেই।
লিপবাম দিবেন। সবশেষে কথা হেয়ার আর স্কিনকে রিপেয়ার করতে দিতে হবে। রাইট প্রোডাক্ট ইউস করতে হবে। যত্নশীল হতে হবে। এই সোসাল মিডিয়ার জগতে নিজেকে ঠিক রাখতে শরীরের যত্নের পাশাপাশি ঘুমাতে হবে শান্তির ঘুম। আর তা তখনি পসিবল যখন মানুষের পিছে লাগা বন্ধ করে দিবেন।