ছেলেদের বডি একনে সমস্যা ?
ছেলেদের স্কিন কেয়ার করা লাগে না ছেলেরা এমনিতেই সুন্দর এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরী। গরমের দেশ মুখ আর দাড়ি ঘেমে পরিমাণে ডিসকম্ফর্ট হয় আর দাড়িতে যেহেতু বারবার পানি দিয়ে পরিষ্কার করা হয় না অনেকেই যত্ন করে না তাই সেই এরিয়াতে বেশি সমস্যা হয়। অফিসে বারবার দাড়িতে হাত দিয়ে চুলকানো টা খুবই নোংরা দেখা যায় এবং এটা আসলে ভালো ইম্প্রেশন দেয় না। ধরেন আপনি একটা ইন্টারভিউ তে যাচ্ছেন খুব ভাল একটা পজিশন এর জব এর জন্য আপনার মুখে অনেক ব্রণ থাকে একটু পর পর আপনি মাথা চুলকাচ্ছে দাড়ি চুলকাচ্ছে ব্যাপারটা কিন্তু মোটেও শোভনীয় না। অনেকেই বলবেন চেহারা দিয়ে কিছু হয় না মানুষের গুণ হচ্ছে মানুষের সব কিন্তু নিজেকে মেইনটেইন করা ও কিন্তু একটা গুণের মধ্যে পড়ে।
বডি একনে দাড়িতে একনে এইটা কিন্তু বেশির ভাগ ছেলের দেখতে পাবেন। তাই মেডিকেটেড বডি ওয়াশ ইজ এ মাসট। এই বডি ওয়াশ দিয়ে আপনি আপনার দাড়িও ক্লিন করতে পারবেন। অল্প পরিমাণে বডি ওয়াশ নিয়ে দাড়িতে হালকাভাবে মাসাজ করবেন একবার দিলেই যথেষ্ট গোসলের সময় অথবা সকালে যে সময় আপনি প্রেফার করেন তারপরে কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করবেন। যেই বডি ওয়াশ আমি সাজেস্ট করবো তাতে আছে মেন্থল, স্যালিসিলিক এ্যাসিড, সেরামাইশ আর সেনটেলা সহ আরও অনেক উপাদান। লো পি এইচ হওয়াতে স্কিন ড্রাই করবে না। আর সামান্য একটু লাগে তাই বেশি ব্যবহার করতেও হয় না। মানে এক পাম্প দিয়ে দাড়ি বডি সব ওয়াশ পসিবল। আর দাড়িতে একনের সমস্যার জন্য এইটা হেল্প করবে অনেক। ছেলেড়া অরগানিক এ্যাপল সিডর ভিনেগার হাল্ফ কাপ পানিতে 3টি স্পুন মিক্স করে এইটা স্প্রে করবেন দাড়িতে স্ক্যাল্পে। 15মিনিট পরে গোসল করলেন। আর কিছুই লাগবেনা। বডি ক্লিঞ্জারের লিংক নিচে দেওয়া হলো। https://skinnora.com/product/cosrx-ac-calming-solution-body-cleanser-310ml/
লিখেছেনঃ Makeup Minute by Naushin