01781567944

[email protected]

Dhaka, Bangladesh

Aloevera Gel নিয়ে কিছু কথা

Aloevera Gel নিয়ে কিছু কথা

আজকে aloevera gel নিয়ে কিছু কথা বলবো যেটা অনেকের ভালো লাগবে না কারনটা হলো কোন এ্যালোভেরা জেল অনেকের কাছে ম্যাজিকের মত। যে কোন সমস্যা একটাই কথা শুনি এই জেল লাগান।

as a result some People use it as moisturiser.
অনেকের মতে এটা মশ্চারাইজারের জায়গায় ব্যবহার করা যায়।

এ্যাকনে হলে জেল লাগান র‍্যাশ হলে জেল লাগান। প্রাইমার লাগবে জেল লাগান। মানে কোন Research ছাড়া এটা suggest করা কতটা যুক্তিযুক্ত মনে করেন।

aloevera gel has soothing properties but cant be substitute of Your Night cream or moisturiser. শুধু এইটা ব্যবহার করা সাথে কোন টোনার অথবা মশ্চারাইজার ব্যবহার না করা বোকামি।

আস্তে আস্তে স্কিন ড্রাই হয়ে যায়। প্রথম ভালো লাগ্লেও পরে ছোট র‍্যাশ হয়ে যায়। স্কিন লাইফলেস লাগে।

অনেকের Allergy আছে এটায়। আর প্রাইমারের কাজ এটি দিয়ে হয় না। তবে চাইলে এটাকে সান redness reduce করতে use করতে পারেন। কিন্তু অবশ্যই আলাদা মশ্চারাইজারের প্রয়োজন আছে।

তাই এই ভুল ধারণা আমাদের জন্য একটি বিপদ। আপনি এই জেল ফইস প্যাক তৈরিতে use করতে পারেন। ম্যাসেজ ক্রিমের মত ব্যবহার করতে পারেন।

ক্রিমের সাথেও মিস্ক করতে পারেন।

Share with

Leave a Reply

Start typing and press Enter to search

Shopping Cart

No products in the cart.