Anti dandruff shampoo
আমাদের এইখানে এই শ্যাম্পু নিয়ে অনেক বেশি কনফিউশান থাকে। স্পেশালি কখন কেন ব্যবহার করব। কয়বার ব্যবহার করব।
আসুন একটু জেনে নেই এইটার সস্পর্কে।
খুশকির প্রধান কারণ হল ম্যালাসেজিয়া নামক ছত্রাক যা খুশকি তৈরী করে। এই ছত্রাকটি সাধারণত আপনার মাথার স্ক্যাল্পে থাকে। তবুও কিছু লোকের মধ্যে এটির অত্যধিক পরিমাণ রয়েছে যার রেজাল্ট খুশকি।
অনেক সময় অতিরিক্ত খুশকি স্ক্যাল্পে অনেক বেশি ইরিটেশন ক্রিয়েট করে অনেক বেশি হেয়ারফল হয়। এই খুশকি নিয়ন্ত্রণ না করলে মুখে যেমন ডেড সেল জমে পোরস্ ক্লগড হয়ে একনে হয় মাথায়ও পেইনফুল একনে হয়। এইটা স্প্রেড করে কপালে পিঠে বুকে একনের কারণ হতে পারে। তাই কেউ আমাদের কাছে এই ধরনের লক্ষণ নিয়ে আসলেই আমরা আগে জিজ্ঞেস করি খুশকি আছে কিনা।
এখন কথা হলো কখন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করব। অনেক সময় ঘরোয়া উপায়ে সমস্যা সমাধান সম্ভব। যেমন মুখের মতো মাথার স্ক্যাল্প স্ক্রাব করা। sounds funny i know. আমি বাসায় সুগার 1টি স্পুন নিয়ে শ্যাম্পুর সাথে মিক্স করি সাথে নেই একটু আদার রস। কিন্তু বেশি মিক্স করা যাবেনা কারণ সুগারের দানাই স্ক্রাবিং এর কাজ করে। ব্যাস এটায় মাইল্ড খুশকি চলে যায় (2বার সপ্তাহে)। কিন্তু এই পদ্ধতি তখনি কাজ করে যখন খুশকি মাত্র শুরু৷ আরেকটি হলো 2টি স্পুন তেলের সাথে 1টি স্পুন ভিনেগার মিক্স করে মাথায় ম্যাসাজ করে সপ্তাহে 2দিন 2ঘন্টা রেখে গোসল করা।
কিন্তু খুশকি যদি বুকে কপালে পিঠে একনে আনে খুশকি থেকে বাজে গন্ধ আসে আঠালো লাগে অনেক চুলকায় তাহলে অবশ্যই মেডিকেটেড শ্যাম্পু মাস্ট।
এই ধরনের শ্যাম্পু কিন্তু প্রথম দিকে হেয়ারফল বাড়াতে পারে। যেহেতু স্ট্রং ইনগ্রিডিয়েন্ট থাকে হেয়ার ড্রাই ও রাফ লাগতে পারে। তাই প্রথম দিকে সপ্তাহে তিনবার আস্তে আস্তে দুইবার ব্যবহার করতে হবে। সাথে নরমাল কন্ডিশনার ব্যবহার না করে ইউস ডিপ কন্ডিশনার। মাঝে মধ্যে হট ওয়েল মাসাজ করবেন কিন্তু খুশকি থাকলে তেল 2 ঘণ্টার বেশি রাখবেন না কোন ভাবেই।
এই গাইডলাইন ফলো করলে সমস্যা হবেনা আশা করি।
আমি কীভাবে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করব? ????????????
শ্যাম্পুটি শুধু আপনার মাথার স্ক্যাল্পে আলতোভাবে ঘষুন। এটি আপনার চুলে তেমন ফেনা করেনা।
ধুয়ে ফেলার আগে কমপক্ষে 5 মিনিটের জন্য শ্যাম্পুটি রেখে দিন। নিচের বাকি চুলগুলিতে আপনার সাধারণ শ্যাম্পু ব্যবহার করুন।
অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারের পরে একটি ময়েশ্চারাইজিং ডিপ কন্ডিশনার ব্যবহার করুন। মানে আপনি at a time দুই ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন। স্ক্যাল্পে শুধু অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন আর বাকি চুল অন্যটা।