01781567944
admin@skinnora.com
Dhaka, Bangladesh
ইনবক্সে আমরা প্রচুর queries পাই dull স্কিন নিয়ে। স্কিন মরা মরা থাকা বা ব্রাইটনেস কমে যাওয়া অথবা অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছেন কিন্তু কাজ হচ্ছে না এগুলো নিয়ে প্রশ্নের অন্ত নেই সবার। ????
আমি তাদের সবাইকে বলি এক্সফোলিয়েশন এর দিকে নজর দিতে ভালো করে। কারণ এটা এমন একটা প্রসেস যেটা ছাড়া সবকিছুই বৃথা। ????♀️ তাই আজকে আমার ব্যবহার করা দুটো প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। একটু ইন ডিটেইলস লিখেছি যেন সবার সুবিধা হয় বুঝতে।
প্রথমেই বলে নেই ???????????? & ???????????? কোনটা কি?
BHA স্কিনের উপরের লেয়ার থেকে শুরু করে একেবারে ভেতরের লেয়ার পর্যন্ত কাজ করে।
✅ অতিরিক্ত সেবাম বা তেল production
✅ Clogged pores & enlarged pores
✅ Blackheads & whiteheads, bumps
✅ Red & flaky skin with dead skin cells
✅ Acne spots
সাধারণত এই ধরনের সমস্যাগুলোকে টার্গেট করে ট্রিট করে BHA.
যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের জন্য BHA সবচেয়ে উপযোগী। কারণ সাধারণত এই টাইপের স্কিনগুলো বেশি ফেইস করে এই সমস্যাগুলো, কিন্তু যদি অন্য টাইপের স্কিনেও এ ধরনের কোন সমস্যা ফেস হয়ে থাকে তাহলেও BHA ব্যবহার করা যাবে।
PHA হচ্ছে কেমিক্যাল এক্সফলিয়েটর গুলোর মধ্যে সবচাইতে সেইফ অপশন dead cell দূর করার জন্য, কারণ এটা স্কিনের খুব একটা ভেতরে যায়না। আর এটা খুব সেনসিটিভ স্কিনের জন্যও উপযোগী। ড্রাই থেকে অয়েলি যে কোন স্কিনে এটা নির্দ্বিধায় ব্যবহার করা যাবে।
✅ Dead skin cells
✅ Uneven skin tone & texture
✅ Fine lines & wrinkles
✅ Pigmentation & acne scars
সাধারণত এই প্রবলেম গুলা কি ট্রিট করে PHA.
আমি রিসেন্টলি ব্যবহার করেছি ???????????????????????? ???????????????? ???????????? ???????????????? ???????????????????? & ???????????????????????? ???????????? ???????????????????????????? ????????????????????.
???????????????????????? brand টা নিয়ে আর কি বলবো! আমি কিন্তু এর আগে আরো অনেক ধরনের কেমিক্যাল এক্সফলিয়েটর ব্যবহার করেছি। মোটামুটি প্রথমদিকে সব এক্সফোলিয়েটর একটু রিএক্ট করে, এডজাস্ট হতে সময় নেয়। কিন্ত ???????????????????????? এর এক্সফলিয়েটর গুলো কখনোই রিয়াক্ট করেনি, এর কারণ এদের ফর্মুলেশন গুলো এতই ভালো আর এরা সেনসিটিভ স্কিন কে মাথায় রেখে প্রোডাক্টগুলো বানায়।
যাদের সেনসিটিভ স্কিন আর প্রথমবার কেমিক্যাল এক্সফলিয়েটর ব্যবহার করতে চাচ্ছেন জাস্ট চোখ বন্ধ করে এইটা নিতে পারেন।
???? স্কিন টেক্সচার স্মুথ করে
???? কোনরকম ইরিটেশন ছাড়া স্কিনের ডেড সেল গুলো দূর করে
???? নতুন তৈরি হওয়া দাগগুলোর উপর কাজ করে সেগুলোকে হালকা করে
???? স্কিন টোন ব্রাইট করে এবং সান ট্যান দূর করতে সাহায্য করে
???? স্কীন ড্রাই করবে না, ময়েশ্চার ধরে রেখে পিলিং করবে এবং স্কিনে গ্লো আনবে।
???? Hypoallergenic & fungal acne safe ✅
সপ্তাহে তিন দিন রাতে ফেস ওয়াশ করার পর কটন প্যাড এর উপরে পরিমাণমতো নিয়ে পুরো ফেসে ব্যবহার করবেন। এরপর হাইড্রেটিং এবং রিপেয়ারিং ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
এটাতে BHA এর পরিমাণ খুবই অল্প, 0.5%। তাই এটাও সেনসিটিভ স্কিনের জন্য সেইফ।
আমার স্কিন অয়েলি হওয়ায় একসময় ব্ল্যাকহেডস অনেক বেশি হত। এখন রেগুলারলি এই টোনার টা ব্যবহার করতে করতে ব্ল্যাকহেডস এর পরিমাণ একেবারেই কমে গেছে, হয় না বললেই চলে। এটা আমার খুব খুব পছন্দের একটা টোনার। দেখতেই পাচ্ছেন শেষ করে ফেলছি ????
???? খুব মাইল্ড এবং অনেক হাইড্রেটিং
???? একনে প্রণ স্কিন এর জন্য must have ✅ আমার হঠাৎ হঠাৎ সিজন চেঞ্জ এর জন্য একনে হয়, তখন এই টোনার টা savior হিসেবে কাজ করে
???? অনেক বেশি মাইল্ড হওয়ায় প্রতিদিন একবার ব্যবহার করা যাবে, কিন্তু খুব বেশি সেনসিটিভ স্কিন হলে প্রথমে তিন দিন ব্যবহার করবেন সপ্তাহে।
???? স্কিন টেক্সচার স্মুথ করে এবং ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস এর উপর দারুন কাজ করে
???? স্কিন অনেক dewy এবং সফট লাগে দেখতে
প্রতিদিন একবার ব্যবহার করা যায় কিন্তু যেহেতু সবার স্কিন সেম হয় না তাই প্রথমে তিনদিন করে শুরু করবেন সপ্তাহে। নরমালি হাত দিয়ে অথবা চাইলে কটন প্যাড দিয়ে ব্যবহার করতে পারেন।
???????? যদি এক্সট্রা গ্লো অ্যাড করতে চান, ???????????????????????? ???????????????? ???????????????????????????????? ???????????????????????????????? ???????????? ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার এর আগে।
‼️এক্সফোলিয়েটিং টোনারের সাথে সেম রুটিনে কি কি ব্যবহার করবেন?
????♀️চেষ্টা করবেন সেদিন সবকিছু হাইড্রেটিং এবং রিপেয়ারিং রাখার। যেমন, ???????????????????????????????? ???????????????????????????????????? ????????????????????????????/ ???????????????????????? ???????????????????? ???????????? ???????????????? ???????????????????????????? ????????????????????????????, ????????????????????????????????????/???????????????????????? ???????????????????? ???????????? ????????????????????, ???????????????????????? ???????????????? ???????????????????????????????? ???????????????????????????????? ????????????, ???????????????????????????????? ???????????????? ???????????????????????????????????????? ???????????????? ???????????????????????????????????????????? ????????????????????
☄☄ একটা underrated gem ???? এর কথা বলেছিলাম বলব। সেটা হলো ???????????????????????? ???????????????? ♥
ডেইলি একবার করে ব্যবহার করলে স্কিনের dullness and roughness দূর হতে থাকে এবং স্কিন ব্রাইট হয়। ওয়েবসাইট সার্চ করলেই পাবেন।