01781567944

[email protected]

Dhaka, Bangladesh

Moisturizer কেন ব্যাবহার করবেন?

Moisturizer কেন ব্যাবহার করবেন?

ইদানিং বেশ common একটা সমস্যা লক্ষ করেছি আপুদের মধ্যে, সেটা হলো moisturizer ব্যবহার করার প্রতি অনীহা। বিশেষ করে যাদের স্কিন oily, তারা একদমই moisturizer দিতে চাচ্ছেন না summer time এ।
এতে যে কত বড় ভুল করছেন সবাই সেটা মনে হয় বুঝতে পারছেন না কেউই।

Moisturizer ব্যবহার না করার কিছু প্রধান কুফল বলি এখন। ১. অনেকে যারা acne treatment নিচ্ছেন, aha bha pha/vitamin C/exfoliating agents ব্যবহার করছেন ফেইস এ অথচ moisturizer ব্যবহার করছেন না, আপনারা আরো স্কিন খারাপের দিকে নিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে soothing কোন moisturizer ছাড়া কেউ exfoliating জিনিস ফেইস এ লাগাবেন না। ২. স্কিনে খুব দ্রুত wrinkles and fine lines পড়ে যাবে আপনার বুঝে উঠার আগেই। তখন কান্নাকাটি করে লাভ নেই, একবার পড়া শুরু করলে কমানো অনেক কঠিন। ৩. স্কিন একদম নিষ্প্রাণ হয়ে যাবে, খুব সহজেই স্কিন diseases আক্রমণ করবে আপনাকে। Pores বড় হয়ে যাওয়া, rash, bumps থেকে শুরু করে সব একে একে ধরা দিবে ???? so, বুঝতেই পারছেন।

আরেকটা জিনিস হলো সবাই matte look চান সবসময়, এইটাও ঠিক না। একটু moisturized, healthy look অনেক better দেখায় matte look এর চাইতে। আর কিছু না হোক, রাতে ঘুমানোর আগে খুব ভালো করে ফেইস টাকে moisturize করে ঘুমাবেন, সারাদিন হাইড্রেটেড দেখাবে ফেইস। টার্গেট যেনো থাকে কিভাবে healthy skin পাওয়া যায় সেইটা।

Thank you all ❤️❤️❤️

Share with

Leave a Reply

Start typing and press Enter to search

Shopping Cart

No products in the cart.