Blog

Skinnora Guideline

পুরা Skinnora টিমের কষ্টের ফসল (ওয়াদা করেছিলাম আমরা সব গুছায় দিব। দীর্ঘ এক মাসের কাজের ফসল)

আশা করি ভালো আছেন সুস্থ্য আছেন। (এই ম্যাসেজ এজ auto generated message পাবেন সবাই এখন থেকে যেন সব বিষয় নিয়ে আইডিয়া পান)

আপনাদের যে কোন queryর আগে বেশ কিছু জিনিস যেনে নেয়া ভালো।

যেমন ধরুন মুখে পিঠে ব্রণ কপালে অনেক ব্রণ সেক্ষেত্রে আমরা মাথার খুশকি আছে কিনা দেখতে বলি। বিস্তারিত জানতে এই লিংকে যাবেন।

???? https://skinnora.com/anti-dandruff-shampoo/

আপনাদের বেশিরভাগ সমস্যা থাকে পোরস নিয়ে। আমরা কিছু জিনিস আপনার অবগতর জন্য লিখে রেখেছি। মনযোগ দিয়ে পরবেন৷

???? কিভাবে open pores অপসারণ করবেন?

আপনাদের অনেকের মশ্চারাইজারের বদলে মুখে এ্যালোভেরা জেল লাগানোর প্রবণতা আছে। যার জন্য স্কিন ড্রাই হয়ে র‍্যাশ হয়। বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

???? Aloevera Gel নিয়ে কিছু কথা

আমরা অনেকেই ডাবল ক্লিনজিং কি বুঝিনা। আমাদের মেকআপ ঠিকমতো না তুলার জন্য পোরস ক্লোগড হয়ে একনে হয়। এই ভিডিও দেখলে বুঝতে পারবেন।

???? কীভাবে মেকআপ সঠিকভাবে মুছবেন

অনেকেই কোন ফেসওয়াস ব্যবহার করবেন বুঝেন না। আপনাদের লো পিএইচ ফেইসওয়াস নিয়ে আইডিয়া নেই। আমাদের এই লিখাটা পরুন। বুঝতে পারবেন।

???? লো পিএইচ ফেসওয়াশ কী?

অনেকেই আছেন ময়শ্চরিজার বা ক্রিম ব্যবহার করতে চান না ফেস এ, বিশেষ করে অয়েলি স্কিনের হলে সহজেই এইটা বাদ দেয়ার কথা ভাবেন। তাদের ধারণা পরিষ্কার করার জন্য নিচের লিখাটি সাহায্য করবে।

????Moisturizer কেন ব্যাবহার করবেন?

Skincare এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো sunscreen. অনেকের বিস্তারিত ধারণা নেই এইটা নিয়ে ফলে অসংখ্য সমস্যার সম্মুখীন হন। Sunscreen না ব্যবহার করার কুফল থেকে শুরু করে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন নিচের লিংকে।

???? সানস্ক্রিন  | The Ultimate Guide

অনেকের স্কিন কেয়ার অনেক করলেও লাইফস্টাইলের জন্য খারাপ হয় স্কিন। তেলে ভাজা খাবার আভোয়েড করুন। আপনি চা কফি খাবেন কম। জিংক এর অভাবে স্কিনে একনে হয়। তাই জিংক সাপ্লিমেন্ট খেতে পারেন দিনে একটা।
অনেকের দুধ জাতীয় খাবারে একনে হয়। বড় বড় একনে হলে আর সোল্ডারে এ্যালার্জি হলে বুঝতে হবে আপনি মেইবি স্লাইটলি ল্যাকটোজ হজম করতে পারেন না।

আপনার পেট ক্লিন রাখতে এই স্মুদি খেতে পারেন।
একটা শশা স্লাইস করা সাথে একটু টকদই পুদিনা পাতা আর পানি। সাথে একটু লবণ আর আমি সাথে একটু খানি চাট মশলা দেই। মনে হয় বোরহানি খাচ্ছি। সকালে/ লাঞ্চ এর আগে খাবেন। ডায়েটও হয়ে যাবে। সাথে 20মিনিট ওয়ার্কআউট মাস্ট।

অনকেই বুঝেন না সিট মাস্ক কি কাজে লাগে। কিভাবে ব্যবহার করবেন। তাদের জন্য এই লিংক।

???? শীট মাস্ক সম্পর্কে কিছু সাধার প্রশ্ন⁣

অনেকেই হয়ত তেমন সমস্যা নেই কিন্তু কিভাবে নিজের যত্ন নিবেন বুঝেন না। তাদের জন্য এই লিংক। বেশি চুলে হিটিং টুলস ইউস করছেন তাদের জন্য অনেক হেল্প হবে।

???? কিছু গুরত্তপূর্ণ তথ্য

প্রতিটি লিংক খুব গুরুত্বপূর্ণ। আপনি সময় নিয়ে পড়বেন। তারপর কোন কিছু জানতে হলে আমরা আছি হেল্প করতে।

Start typing and press Enter to search

Shopping Cart

No products in the cart.