ছেলেদের স্কিন কেয়ার!
ছেলেদের স্কিন কেয়ার! আমাদের দেশে এই ব্যাপারটাকে এত বেশি ইগনোর করা হয় আর হেয় করা হয় যে ছেলেরা স্কিন কেয়ার আর কখনোই করতে চায় না। ভাবে স্কিন মেয়েদের কাজ স্কিন কেয়ার এর কোনো প্রয়োজন নেই অতিরিক্ত ব্রণের জন্য হীনমন্যতায় ভোগেন মেছতার দাগের জন্য কনফিডেন্ট থাকেন না। আমি এইখানে অনেকদিন আছি প্রচুর ছেলে আমাকে তাদের ছোটবেলা থেকে স্কিন কেয়ার নিয়ে কেই শিখান নাই বড় হওয়ার পরে নানাবিধ স্কিন সমস্যায় ভুগছেন এবং তারা উলটাপাল্টা প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের বারোটা বাজিয়েছে।
ছেলেদের স্কিন মেয়েদের থেকে একটু বেশি থিক হয় দাড়ি থাকার কারণে ওদের ওই এরিয়াতে একনে খুশকি হওয়ার প্রবণতা অনেক বেশি হয় তাই স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো মেয়েদের থেকে একটু ডিফারেন্ট হতে হয়।
ফেসওয়াশ এর ক্ষেত্রে সব সময় বলে থাকি যে যদি একনে হয় তাহলে স্যালিসাইলিক অ্যাসিড বেস্ট ফেসওয়াশ ইউজ করতে আর সেন্সিটিভ হলে তাহলে লো পি এইচ ফেসওয়াশ ইউজ করতে। দুই বেলা মুখ ধোয়া মাস্ট।
লিংক দিয়ে দিচ্ছি
For acne https://skinnora.com/product/innisfree-jeju-bija-trouble-facial-foam-150ml/
https://skinnora.com/product/cosrx-salicylic-acid-daily-gentle-cleanser-150ml/
https://skinnora.com/product/innisfree-jeju-volcanic-pore-cleansing-foam-150ml/
For oily sensitive skinhttps://skinnora.com/product/benton-deep-green-tea-cleansing-foam-120g/
https://skinnora.com/product/coxir-green-tea-ph-clear-foam-cleanser-150ml/
For dry skinhttps://skinnora.com/product/isntree-hyaluronic-acid-low-ph-cleansing-foam-150ml/
https://skinnora.com/product/isntree-hyaluronic-acid-powder-wash1g-x-25ea/
https://skinnora.com/product/isntree-spot-saver-mugwort-powder-wash-1gx25pcs/
আমি আর্টিকেল তিনভাগে লিখব কারন ফেসবুকে এত word space নাই তাই আপনারা নেক্সট ভাগের জন্য অপেক্ষা করবেন এখন জাস্ট ফেসওয়াশ টা দিলাম একটু পরে আমি টোনার মশ্চারাইজার নিয়ে কথা বলবো.
লিখেছেনঃ Makeup Minute by Naushin