Double cleansing -বেসিক স্কিন কেয়ার পর্ব ১
Double cleansing মুখ পরিষ্কার করার একটি method যার মাধ্যমে clear skin পাওয়া যায়। পদ্ধতিটি দুইটি স্টেপ এ করতে হয় যার প্রথম স্টেপ এ আছে একটি oil-based cleanser এবং পরের স্টেপ এ একটি water-based cleanser বা foaming facewash.
মূলত প্রথম স্টেপ টি যত ধরণের oil-based impurities আছে যেমন, সেবাম বা আমাদের pores থেকে নিঃসৃত তেল, sun protector, makeups, dirt & dust ইত্যাদি শোষণ করে নেয় স্কিন থেকে। আর পরের স্টেপ টি যত water based impurities আছে যেমন ঘাম, আশেপাশের ময়লা, ধুলাবালি ইত্যাদি পরিষ্কার করে।
???? কেনো করতে হবে – Double cleansing ?
আমরা মোটামুটি সবাই শুধু foaming facewash বা water-based cleanser দিয়ে মুখ ধুয়ে অভ্যস্ত। কিন্তু খেয়াল কি করে দেখেছেন এখনকার দিনে সবার স্কিন প্রবলেম টা একটু বেশি ই দেখা দিয়েছে, তার কারণ আমাদের আশেপাশের পরিবেশ, এর texture, ধুলোবালির পরিমাণ, আমাদের লাইফস্টাইল এর অনেক পরিবর্তন এসেছে আগের থেকে। শুধু facewash ইউস করে এগুলো কখনোই ফেস থেকে দূর হয়না। Even আপনি যদি ঘরের ভিতরেই থাকেন সবসময় তারপর ও আপনার স্কিনে এগুলোর প্রভাব পড়ে।
যত ভালো ভালো প্রোডাক্ট ই ব্যবহার করেন না কেনো, এগুলো আপনার স্কিনের ভিতরে ঠিকমতো কাজ করতে পারবে না যদি না আপনি ঠিকমতো পরিষ্কার না করতে পারেন আপনার ফেইসকে। তাই Double cleansing ❤️
???? কিভাবে করতে হবে?
প্রতিদিন সন্ধ্যায় বা রাতে বা বাসায় আসার পর, oil cleanser নিতে হবে পরিমাণ মত, পুরো মুখে massage করতে হবে ১-২ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুতে হবে। সবশেষে suitable facewash দিয়ে finally মুখ পরিষ্কার করতে হবে।
???? যেকোনো তেল দিয়ে কি double cleansing করা যাবে?
না, যাবে না। নারিকেল তেল বা অলিভ oil দিয়ে অনেকে double cleansing এর কথা বলেন, কিন্তু এগুলো আপনার pores কে clog করে দিতে পারে। সহজে ফেস থেকে যেতে চায়না এগুলো, ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে।
???? Oily – acne prone – sensitive skin এর জন্য কি ভালো হবে?
অবশ্যই। কোনো সন্দেহ নেই। এইটা এমন একটা মেথড যা আপনার pimple উঠার প্রবণতা আরো কমিয়ে দিবে।
???? মনে রাখতে হবে, makeup ব্যবহার না করলেও double Cleansing জরুরি।
???? প্রতিদিন একবার double Cleansing করাই যথেষ্ট।
???? Oil- cleanser কুসুম গরম পানি দিয়ে ধুতে হবে।
কয়েকটি oil cleanser এর লিস্ট:
- Heimish all clean balm
- Banila co clean it zero balm
- Innisfree green tea/apple seed/olive real cleansing oil
- Coxir ultra hyaluronic cleansing oil
- The face shop rice bright cleansing oil
কয়েকটি water based cleanser বা ফেসওয়াশ এর লিস্ট: