Blog

Green Tea – কারা ব্যবহার করতে পারবেন?

আমাদের স্কিনের জন্য গ্রীন টি এর যে কত কত অবদান আছে আমরা অনেকেই হয়ত জানিনা সেটা। লিখাটা একটু বড় হলেও আশা করি সবার কাজে লাগবে।

আমি প্রথমবার প্রেমে পড়ি Innisfree এর গ্রীন টি শীট মাস্ক ব্যবহার করে। যারা ব্যবহার করেছেন তারা বুঝতে পারবেন কেনো বলছি ???? নরমালি রাতে স্কিন exfoliation বা স্ক্রাবিং করার পর শীট মাস্ক লাগানোর অভ্যাস আমার। আর আমার সবচেয়ে পছন্দের প্রথম শীট মাস্ক হল এই গ্রীন টি। তার কারণ হলো এটা যেই পরিমাণ হাইড্রেশন এবং glow দেয় স্কিনে, you will fall in love with your skin in the morning ❤️

মূলত এরপর থেকেই গ্রীন টি এর প্রতি আমি আসক্ত বলা যায় ???? এবার skinnora আপুকে বলে বলে innisfree গ্রীন টি এর মোটামুটি সব আমাদের দখলে নিয়ে এসেছি ????

???? অল্প করে বলি এটা কি কি করবে আপনার স্কিনে এবং কারা ব্যবহার করতে পারবেন?

???? স্কিনের যত ধরণের irritation আছে সবকিছু treat করে এই গ্রীন টি। Irritation বলতে অ্যাকনে, বাম্পস, redness বা লাল হয়ে যাওয়া, rashes, dryness ইত্যাদি ইত্যাদি। এটার মধ্যে anti-inflammatory properties এত্ত বেশি আছে যে আপনার স্কিনের ভেতর থেকে সমস্ত toxic পদার্থ বের করে দিয়ে স্কিন healthy করতে অনেক বেশি কার্যকর ????
???? এটার anti-bacterial properties সব ধরণের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে স্কিনকে রক্ষা করে। Pores unclog করে এবং ইনফেকশন থেকে স্কিনকে বাঁচায়।
???????? এইটা সবার পছন্দ হবে ???? ব্রাইটেনিং এবং গ্লোয়িং এর জন্য কার্যকর গ্রীন টি। যেহেতু সমস্ত toxic element বের করে দেয় এটা স্কিন থেকে আর এর সাথে প্রচুর hydration এর layer যোগ হয় স্কিনে, সো স্কিন ভেতর থেকে ব্রাইট এবং হেলদি, plumpy হয়।
???????? অ্যান্টি এজিং; স্কিনের collagen production maintain করে স্কিনকে youthful এবং firming look দেয়। Wrinkles কমায়।
???????????? গ্রীন টি তে কিন্তু ক্যাফেইন আছে, অর্থাৎ যাদের অনেক puffy eye with dark circle, তাদের জন্য খুব খুব হেল্পফুল হবে no doubt.
???????? অনেকে এটাকে হয়ত গুরুত্ব দেন না but it’s important. গ্রীন টি UV rays থেকে যেই DNA damage হয়, সেটার বিরুদ্ধে ফাইট করে স্কিন ক্যান্সার প্রতিরোধ করে। সো যারা এতদিন sunscreen ব্যবহার করেন নি, তারা অবশ্যই ডেইলি লাইফ এ গ্রীন টি অ্যাড করবেন।
অনেক বড় হয়ে গেলো লিখাটা। আমি নিচে পিকচার attach করে দিয়েছি সবগুলো products এর প্রাইস সহ।

টিপস: গ্রীন টি ব্যবহার করে স্টীম নিয়ে দেখবেন প্রতি সপ্তাহে। কেমন লাগে জানাবেন। ????????

লিখেছেন – Farhana M.

Start typing and press Enter to search

Shopping Cart

No products in the cart.